তোমার কাছ থেকে
মোঃ রায়হান কাজী
----------------------
তোমার কাছ থেকে আমার খুবি সামান্য চাওয়া,
ইচ্ছেগুলো না হয় আজ মেলুক তোমায় নিয়ে ডানা।
রাত্রি আঁধারে চুপিসারে নির্জনে পাশাপাশি হাঁটতে নেই যে মানা,
কতশত প্রেমের ছন্দের সাথে তুমি মিশে আছো হৃদয়ে আমার বাস্তবতা।

ছবিতে তোমায় দেখছিলাম বারবার মনহরণ করা নেশা,
কি অপূর্ব চোখের আলাপ হয়েছি আমি বাঁধন হারা?
লাল কাপড়ের ফাঁকে আমি খুঁজি কোথায় জমা আছে বিষন্নতা,
কপালের কালো টিপেই যেন আঁকড়ে আছে পরম অস্থিরতা।

মনের আকাশের মতো করে বিশালতার মাঝে ছড়িয়ে,
বলো না কোথায় রাখি আজ তোমায় সংগোপনে?
তোমাতেই আমি বিভোর হয়ে থাকি শয়নে,
যেওনা তুমি আমাকে ছেড়ে শূণ্যতার মাঝে রেখে  আড়ালে।