সময়ের চক্রে
মোঃ রায়হান কাজী
--------------------
কোনো এক নিস্তব্ধ সময়ের চক্রে,
যদি তোমার হাতটি প্রসারিত করো
বিস্তৃত দিগন্ত অভিসারে নির্জনে।
তবে তোমাকে নিয়েই হাঁটতে চাই
বাকিটা পথ সবুজের সমারোহে আঁচে
সজীবতা ঘিরে থাক তোমার অন্তস্থলে
যেন বক্ষ দিয়ে আঁকড়ে রাখো
তুমি আমায় ভালোবাসার কোমল চাদরে।
যখন কাঁচা সোনা রৌদ্র উঁকি দিবে আকাশে,
ঠিক তখন তুমি হৃদয় ছুঁয়ে দিও পরম আবেশে।
আমিও তোমায় আগলিয়ে রাখবো বক্ষ দিয়ে
প্রকতির মায়ায় নিম গাছের ছায়ায় পরম যত্নে
শিকড় দিয়ে আঁকড়ে রাখবো শত বাধাবিপত্তি শর্তে।