সব শূন্যতা পূর্ণতা পায় না
মোঃ রায়হান কাজী
-----------------------
সব শূন্যতা কখনো পূর্ণতা পায় না,
সব ভালো লাগা হয়তো ভালোবাসা হয় না।
তবুও আমরা একে অপরকে ভালোবাসি,
দুজন দুজনার সাথে অনুভূতিগুলো শেয়ার করি।
নিজেদের অন্তমিলকে ঘিরে স্বপ্ন বুনি,
ইচ্ছা আকাঙ্খাগুলো সযত্নে পোষণ করি।
ভালো লাগার মুহূর্তগুলো ফ্রেমবন্দী করে রাখি,
নীলচে আকাশের নিচে হাতে হাত রেখে পথ চলি।
কিছু সময় সবকথা মুখে না বলতে পারলেও,
নিস্তব্ধতার মাঝে বৃষ্টির ফোঁটার মতো করে
শিহরণ জাগরিত হয় দুজনের শরীর জুড়ে
তা চোখের ভাষায় বুঝিয়ে দিয়ে মুচকি হাসি।
তারপরও আমাদের বিচ্ছেদ হয় মাঝপথে,
স্বপ্নগুলো লুটিয়ে পড়ে বিস্তৃত দিগন্ত অভিসারে।
মনে হয় তখন জীবনের সবকিছু হারিয়ে ফেলেছি,
নিজের কাছে পূর্ণতা বলে অবশিষ্ট কিছুই নেই।
অতঃপর আমরা উঠে দাঁড়ায় সংগ্রাম করি,
খুব ভালো ভাবেই নিজেদের জন্য বাঁচি।
অন্য কারো হাত ধরে নতুন করে স্বপ্ন আঁকি,
পরিশেষেও কিছু শূন্যতা পূর্ণতাহীন থেকেই যায়।