শিমুল ফুল
মোঃ রায়হান কাজী
-----------------
শিমুল ফুলের রক্তিম আভা,
ছড়ায় অনাবিল সৌন্দর্য।
মন কাড়া লাল কৃষ্ণচূড়া,
পালে দেয় রঙিন আলো।

আম্রকাননে হলদে মুকুলে,
বসন্তের সুবাতাস বহে।
ফুলে ফুলে মন আনন্দে,
হৃদয়ে প্রেমের দুলা লাগে।

বসন্তের বায়ু ক্ষুদ্র আয়ু,
উন্মুক্ত সময়ের তরে।
অবোধ মনটা বারণ মানে না,
এদিক সেদিক শুধু ছুটে।

গোধূলিলগ্নে নীল লালিমায়,
মনটা আনচান করে।
প্রেম নিবেদন সর্বক্ষণ,
শিমুল ফুলকে ঘিরে।