প্রকৃতির মাঝে দাঁড়াতেই
মোঃ রায়হান কাজী
----------------------
প্রকৃতি মাঝে দাঁড়াতেই কে যেন আমাকে ডাকলো?
পিছন ফিরতেই নিজের প্রতিবিম্ব সামনে এসে পড়লো।
কেমন করে যেন মেঘমালা দিকে তাকাতেই,
সন্ধ্যা উড়ে এসে অন্ধকারে মোমবাতি জ্বালালো।
অবশিষ্ট জোনাকিপোকার মিটমিট আলোতে,
চারদিক রঙিন স্বপ্নের মতো করে সাঁজাল।


কিছু দখিনা মাতাল হাওয়ার স্পর্শ পেয়ে,
শরীরে শীতল অনুভূতির শিহরণ জাগালো।
রাস্তার পাশের বৃক্ষ থেকে পাখিরা ডাকলো,
অবগুণ্ঠনের অতৃপ্তি ধীরে ধীরে কাটলো।
ক্রমাগত কোমল অগ্রহের সুর কাছে এসে,
পত্রপল্লে উন্মুখরতার অন্তরালে মধু মাখলো।
ঠিক তখুনি কে যেন আমায় দূর থেকে ডাকলো,
মিষ্টি হেসে সুগন্ধি নির্যাসে হৃদয় হরণ করলো।

আমিও কাছে গেলে নীল আকাশের ছায়াতলে,
মুগ্ধতা নিয়ে তাকাতেই সে-ও আমায় বন্ধনে জড়ালো।
সমুদ্রের ঢেউয়ের মতো উত্তাল জলরাশীর মতো করে,
দু’পা পিছিয়ে গিয়ে আবার ফিরে এসে আঁকড়ে ধরলো।
পাহাড়-পর্বতের কাশফুলের মতো করে নিস্তব্ধতায়,
সে কেন জানিনা বারবার আমাকেই ডাকতে লাগলো?