জবাফুল তুমি
মোঃ রায়হান কাজী
------------------
সবুজ অরণ্য গাছের ডালে রক্তিম জবাফুল দুলে,
ছিঁড়তে গিয়ে শিহরণ জাগে সৌন্দর্যে আবিভূত হয়ে।
এগিয়ে গিয়ে আবার পিছিয়ে আসি কিছুটা,
অনুভূতি প্রকাশে স্পর্শ করাটা ঠিক হবে কি-না ভেবে?
দেখছিলাম সেদিন ফুলের সামনে দাঁড়িয়ে আমি,
রক্তঝরা ফুলের পাপড়িগুলার নিস্তব্ধতা।
আমায় দেখেয় কেনইবা তোমার নিম্নজিত হওয়া,
তবে কি আমাতেই আছে তোমার দুর্বলতা তা জানি না?
ভাবতে থাকি ভরদুপুরে রক্তজবা যদি খসে পড়ে,
উত্তপ্ত রৌদ্রে পাপড়িগুলো কি শুকিয়ে যাবে?
তবে কি ফুলের বনেই ভুল দেখেছি নিদ্রাহারা হয়ে,
মিষ্টি তোমার হাসিতেই যেন লুকিয়ে আছে গোলকধাঁধা।
জবাফুল তুমি, জবা তো ঠিক রক্ত রঙে রাঙা,
হও যদি সেই আগুনের ধোঁয়া ওঠা হৃদপিণ্ডটা।
তাহলে ডাকলে কেন আমায় এই অবেলায় চক্ষু দিয়া?
ফের যে আমায় পুড়তে হবে জবাফুলের রক্তিম খেলায়।