বদলাতে হবে
মোঃ রায়হান কাজী
------------------
বদলাতে হবে কিছু হাওয়া,
বলাতে হবে কিছু সুর।
তবেই যদি নিস্তার মিলে,
মিথ্যা ছড়ানোর সোরগোল।
বদলাতে হবে আবেগ অনুভূতি,
বদলাতে হবে আমাদের রুচি।
তবেই যদি খুঁজে পাই আমি,
সত্যিকারের মানবতাবাদী ।
বদলে দাও তুমি বদলে দাও,
মিথ্যা রটানোর সমাজতন্ত্র।
তবেই তুমি খোঁজে পাবে বুঝি,
আসল পুরুষের মূলমন্ত্র।
নইলে হবে মিথ্যার পালাবদল,
কি করে তুমি সইবে লোকালয়ে?
তার থেকে মৃত্যু ভালো এই ধারাতে,
পরাধীন থাকবো না-কো মহাবিশ্বে।
ভেঙে দিতে হবে আমাদের,
হিংসাত্মক নৈরাজ্য এই নগরীতে।
তবেই আমাদের জগৎ সংসারে,
নতুন দিগন্ত উন্মোচিত হবে।
তবুও বলবো পরিশেষে,
বদলা আজ কিছুটা বদলাও
এই মহাবিশ্বের মহারণে,
না হয় মানবতার অপমৃত্যু হবে।