বিধস্ত এই নগরীতে
মোঃ রায়হান কাজী
------------------
বিধস্ত এই নগরীতে ঘটে কতশত কারসাজি,
সময়ের সাথে ভেঙে যাচ্ছে শেষতম ঘড়ি।
রাস্তার পাশ কাটিয়ে অট্টালিকা ছাপিয়ে,
উলঙ্গ পাগল নাচছে দেখ নর্তকীর আবেশে।
আবর্জনার স্তূপ জমে আর্তনাদ বাড়ে শহরে,
আত্মোপলব্ধির মৃত্যু ঘটছে বুঝি ধীরে ধীরে।
উদ্দীপনাগুলো নর্দমায় কাঁদাসিক্ত হয়ে নদীতে,
ইচ্ছেগুলো ভাসবে না আর কোনো দিন দূষিত জলে।
আকাঙ্ক্ষাগুলো আবর্জনায় রূপান্তরিত হয়ে,
স্বপ্নগুলো উবে যাচ্ছে অস্বচ্ছ মলিন জলরাশিতে ।
খানিকটা আবেগতাড়িত হয়ে বাগিচার আড়ালে,
ভালাবাসা মাখামাখি রক্ত-পুঁজের নোংরামিতে।
পাবো না খুঁজে আর সুস্থ হওয়ার প্রতিকার,
স্থির মূল্যবান সুস্বাস্থ্য আসবাবপত্রের উপকার।
প্রশান্তি পাবে না নিঃশব্দে জীবন হবে কদাচার,
সাইরেন বাজবে না আর বিধস্ত নগরীতে বারবার।