আলিঙ্গনের আক্ষেপ
মোঃ রায়হান কাজী
-------------------
আমি কখনো তোমার কাছে গিয়ে
বলবো না তোমায় ভালোবাসি।
অনুভবে তোমাকে পাশে রাখি,
ভালোবাসার চাদরে আঁকড়ে ধরি।
আশেপাশে থাকলে তুমি রঙপাশে,
হৃদপিঞ্জরে ঝর ওঠে সন্ধিস্থলে।
দূর থেকে এভাবে কেন ডাকলে দৃষ্টি দিয়ে,
নিষ্পাপ চাউনিতে ঘুম কেন উড়িয়ে নিলে?
তোমার হাঁটাচলার আর আমার মৌনতা,
একত্রিত হয়ে শব্দযোজন হচ্ছে দেখ নিবিড়ে।
মনের অব্যক্ত ভাষা শুনতে কি তুমি পাচ্ছ না,
শুনে থাকলে সাড়া কেন দিচ্ছ না এই চক্রে?
তবে তুমি কেন এসেছিলে কাছে অসময়ে,
গোধূলি লগ্নে রঙ ছড়ালে রাত্রির আহ্বানে।
আক্ষেপ কেবলয় দীর্ঘায়িত হচ্ছে এই ক্ষণে
তোমাকে ভেবে আলিঙ্গনের প্রহর গুণে গুণে।