আগুন ছিলো
মোঃ রায়হান কাজী
------------------
রক্তে আমাদের আগুন ছিল,
আগুন ছিলো মুঠো ভরা হাতে।
আগুন ছিলো নদীর স্রোতে,
মাছরাঙার তীক্ষ্ণ দৃষ্টিতে।
আগুন ছিলো ছন্দের মাঝে,
আগুন ছিলো কাব্যে।
আগুন ছিলো সংগীতের আসরে,
সবাই মিলে একসঙ্গে সুর বাঁধতে।
আগুন ছিলো পাঠশালাতে
শিশু-কিশোরদের কন্ঠে।
আগুন ছিলো মিছিলের মাঝে,
প্রতিবাদী হয়ে আন্দোলন গড়তে।
আগুন ছিলো মুক্তিকামীদের,
স্বাধীনতা ছিনিয়ে আনতে।
আগুন ছিলো কলমের কালির কর্ণায়,
সোনালী বর্ণমালা আঁকতে।
সব আগুন আজ মিশে হয়ে ছাঁই,
উড়ে গেছে দক্ষিণের হাওয়াতে।
প্রতিবাদী ঝড় উঠে নাতো আর,
দামাল বালকদের অগ্নিকন্ঠে।
হাজারো মানুষের ঝড়ে
কাঁপছিলো যখন অন্যায়,
এখন এসব হয়েছে অতীত
স্বপ্ন ঢলে উজানের জল বন্যায়।।