দেশটা শুধু তোমাদের নাকি,
আমরাও এর ভাগীদার !
নিজের ভাগটা চাইতে গেলেই,
হয়ে যাই রাজাকার ।
কোটার নামে খেলো তোমরা,
মেধাবীর মেধা নিয়ে ।
কোটার বাইরে চাকরি হয়রে,
টেবিলের তল দিয়ে।
আমরা চাইছি ভেদাভেদ বিহীন
সমতার হোক দেশ ।
ছলাকলা করে করছো তোমরা
মোদের জীবন শেষ ।
সত্যে তোমাদের গা জ্বলে
আর সততা দেয় কাঁটা ।
খালি হাতে মাঠে এসো দেখি তুমি,
কোন সে বাপের ব্যাটা ।
নিরীহে তোমরা মারো অ-বৈধ অস্র,
ঝরাও মায়ের অশ্রু অজস্র ।
সত্যের রক্তে শান্তিতে ঘুমাও,
মিথ্যাকে বাঁচাতে কেন জানোয়ার হও ?
-অরণ্য🌸