স্ব-সম্যক অর্পণ
-"-"-"-"-"-"-"-"-"-"-"-"-"-"-"-"-"-"-"-"-"-"-"-"-"
আমি হারাবো কাল মহাকালের ভূ-গর্ভে,
আমার সময় ঘড়ি থমকে যাবে।
কাটাগুলো একচেটিয়া ভাবে আসর জমাবে চঞ্চলতা ভুলে।
আমি হয়তো মেঠো পথের মৃত্তিকার জীবাশ্ম হবো।
হয়তোবা কংক্রিটের,
কিংবা গ্রাভেলের অন্তরে চির আবাস হবে মোর।
হয়তো নভোমন্ডলের ধুম্র মেঘ সাদরামন্ত্রন করবে শুভ্র শঙ্খচিল বেশে।
হিমালয়ের সফেদ তুষার শেষ আহবান করবে খুব ভালোবেসে।
আটলান্টিক, ভূমধ্য কিংবা প্রাণ প্রিয় বঙ্গোপ অতিথি করবে খুব যত্নে।
হয়তোবা সাইবেরিয়ার বরফের ঢিবিতে রূপায়িত হবো।
কিংবা সাহারার অকাল বালু-ঝড়ের মাঝেই হারাবো।
মৃত সাগরের পাশে সগৌরবে দাঁড়িয়ে থাকা,
ভৌতিক পিরামিডের নতুন এক ভয়ে রূপ নিব।
আমি মিলিয়ে যাবো শত-কোটি বর্ষী নক্ষত্রের ছাইয়ের অন্তরীক্ষে।
হয়তো ব্ল্যাক হোলের নিকষ কালো আধার আত্মস্থ করে নিবে আমায়।
কিংবা মিল্কিওয়েতে জ্বল জ্বল করবে আমার অস্তিত্বের অবসানখানী।
(অরণ্য🌸)