হে শিশু, এ ধরায় এনেছো নবজীবনের আলো,
পৃথিবীর বুকে তুমি এলে এক নতুনের রোশনাই।
তোমার স্পর্শে ধরণী পেল এক নব প্রাণ,
তুমি এসেছো, এনেছো সাথে নব বিশ্বাসের গান।
পথভ্রমে যেও না কভু, রেখো নিজের মান,
অশুভ শক্তি যেন না করে তোমায় আহ্বান।
শুভ্রতার পরশে থাকো, আগলে রেখো মন,
জীবনের প্রতিক্ষণে আঁকড়ে ধরো শুভ প্রাণ।
মাতৃগর্ভের আবদ্ধ পর্দায় ছিলে যে বারিতে বন্দী,
তুমিও বহন করো সেই শুদ্ধতা, স্নিগ্ধতার ধারা নিরবধি।
কভু অন্ধকারের ছায়ায় স্বস্তির আভাস,
তোমার পদচারণে আসুক আলো, আসুক জীবনের আশ্বাস।
তোমার উৎস, যে মা তোমায় দিয়েছে জীবন অর্ঘ্য,
তাকে রেখো হৃদয়ে সর্বদা, রেখো অবিচল সম্মান।
তোমার প্রতিটি কাজে আনো তার মধুর স্মিত হাসি,
তোমার হৃদয় হোক আলোকিত, মায়ের আশীর্বাদের আভাস।