তুমিহীণাই আবারও এসেছে,
নতুন একটি বসন্তের সকাল।
আবারো রঞ্জিত হয়েছে সেই,
চিরচেনা রক্তিম পলাশির তল।
তুমি-বিনাই প্রকৃতি বসন্তকে দিয়েছে,
নব-পুষ্প মাল্যের সমাহার।
তব তোমার গলে পরেনি আজো,
কাঙ্খিত সেই মাল্যের হার।
এ বসন্তে নবীন পল্লব,
ছেয়েছে গাছে গাছে,
তোমার পল্লবে কালিমা পরেছে,
নতুন এক ধাঁচে।
বসন্তের সেই দখিনা বায়ু,
মনকে করে শান্ত,
ভুলে যাই মোরা একটি সময়,
ছিলেম খুবই দুরন্ত।
(অরণ্য🌸)