ট্রেনের জানালায় চেয়ে থাকি,
মাঠের সবুজে খুঁজে ফিরি তোমায়।
ধোঁয়ায় মাখা আকাশের পথে,
যেন তোমার ছায়া ভেসে বেড়ায়।
সেই প্রথম ট্রেনযাত্রা,
তুমি ছিলে পাশে, মৃদু হাসির ছোঁয়া।
তোমার কথায় ভেসে যাওয়া সময়,
হুইসেলের আওয়াজেও হারায়নি মধুময়।
তোমার হাতের স্পর্শে জানালার কাঁচ,
পাহাড়, নদী—সব যেন গানে মাতে।
ট্রেনের থেমে যাওয়া স্টেশনে,
তোমার মুখপানে তাকিয়ে ছিলাম মুগ্ধ চোখে।
আজও ট্রেন চলতে থাকলে মনে পড়ে,
তোমার সেই চঞ্চল দৃষ্টি, অজানা স্বপ্ন ভরা।
প্রতিটি চাকার শব্দ যেন তোমার নাম,
প্রিয় মুখের স্মৃতি, হৃদয়ের অভিমান।
ট্রেন চলে যায়, পেছনে ফেলে স্মৃতি,
তোমার হাসি আজো বেঁচে থাকে মনের মাটিতে।
কখনো কি আবার দেখা হবে পথে?
তুমি কি জানো, ট্রেন এখনও গাইছে তোমার কথাই।