প্রতিদিন ভোরে দাঁড়িয়েছি দূরে,
তোমারি প্রতীক্ষায়।

তোমারি আশায় কাটে না সময়,
তোমায় ভেবে কাঁদে মন নিরাশায়।

বোঝেনা অবুঝ মন,
ভালোবেসে সারাক্ষণ।
  হয়তো হবেনা, ভালোবেসে পথ চলা।

জীবনের খেলা-ঘরে
থাকতে দিলেনা কিছুক্ষণ।

ভুলিনি তোমায় আমি,
ভুলবেকি আমায় তুমি?

এযেনো এক অবাস্তব সত্যের,
ভিন্ন এক  নিয়তি।

তাই সত্যকে মেনে নিয়েই,
তোমার কথা বলা।
এভাবেই হয়তো বিলীন হবে,
তোমার আমার স্নিগ্ধ পথ চলা।
                                   (অরণ্য)