কারো আগমনে এ হৃদয় ভরে উঠেছিল,
রূপায়িত হয়েছিল বসন্তের নব পল্লবে।
মনকে করেছিল কোকিলের মতো চঞ্চল,
ভাবনাকে করেছিল শুভ্র মেঘের মতো উন্মুক্ত।

এ হৃদয়ে ভালোবাসা জন্মেছিল শূন্য হবার তাগিদে,
ভালোবাসা জন্মেছিল অলিখিত বিয়োগ চুক্তিতে।
মস্তিষ্কে জটলা বেঁধেছিল কোন এক রূপিনীর মোহ,
গড়ে উঠেছিল ভাবনার খেলাঘর।

এ মস্তিষ্কের স্নায়ুকোষেই সে ছুটে চলে বিরামহীন ,
অজানা কোনো এক গন্তব্যের খোঁজে।
হঠাৎ হোঁচট খায়, শুরু হয় মস্তিষ্কের রক্তক্ষরণ,
সে স্রোতধারা বেয়ে নেমে যায় নিলয়ে।

এ জখমও এক-সময়  কালচে জং এ রূপ নেয়,
যা ক্ষণকালে পাথরে রূপায়িত হয়।
মানুষ হারিয়ে ফেলে মানুষের ধাঁচ,
কারণ, পাথর মানুষের মত আচরণ করেনা।
সে নির্জীব, নির্বাক, নিরব ক্লান্ত পথচারী।
                                            (অরণ্য🌸)