পৃথিবীর আকাশে কষ্টের রঙ,
যেখানে উড়ে যেত ডানা মেলে,
আজ সে আকাশে আতশবাজির আগুন,
আর পটকার দহন—
যেখানে ঝরে পড়ে অসংখ্য প্রাণ।

পাখিদের সেই কান্নার শব্দ,
আমাদের উৎসবের মাঝেই লুকিয়ে থাকে,
তাদের বিদায় গান কে শোনে?
তাদের শেষ উড়ানের গল্প কে বলে?

মানুষের আনন্দের উল্লাসে,
প্রকৃতির বুকে গভীর এক ক্ষত।
এই ক্ষতির গল্প হয়ত লিখবে না কেউ,
তবু আকাশ জানে—
পাখিদের নীরব প্রস্থান কত বেদনাময়🌸।

©_অরণ্য
#অনিকেত_কান্তা