এ নগরীর অসুখ হয়েছে,
সত্য বললে প্রমাণ চায়, মিথ্যা বললে অনায়াসেই মেনে নেয়।
সঠিক কাজের মুদ্রাস্ফীতি, ভুল কাজে তার ঊর্ধ্বগতি।
নির্দোষীরা কষ্ট ভোগে, হয়তো থাকে চৌদ্দ শিকে।
দোষীরা আজ চেয়ার থেকে, চৌদ্দ শিকের ফায়দা লুটে।

অস্ত্র দেখে সত্য বেচে, মিথ্যে কেনে টাকায়।
এর মাঝেও দুষ্ট মানব, মানবের কাছেই জয় চায়।
কাগজ দিয়ে স্বর্ণ লুটে , খনিজ লুটে কাগজে।
লুটকারিকেই বড় বড় মাথা, গ্রহণ করে খুব সাদরে।

মানবতন্ত্রের জয় জয় করি, তব ক্ষমতাবানের চরণ চুমি।
এক উদাত্ত নগরীর ক্ষুধার্ত মানব, নিজেদের খুঁড়ে খুঁড়ে খায়।
তারা স্বার্থে করে হাত লাল, মাড়িয়ে যেতে পারে রক্ত জবার দল।
তারা মৃতের রক্তে পায় নিজেদের মনোবল।
মৃতের মাংসে খুঁজে নেয় তারা নৈশ্যভোজের উল্লাস।
সেই শয়তানেদের অট্ট হাসি হাওয়ায় চেপে ভেসে আসে, তারা হাসে।

মিথ্যের অন্তরালে সত্যকে লালন করা, এটাই কী মানবতন্ত্রের জয়?
কাগজের ঘরে কালির কোপে খোঁচিতো ইতিহাস, কেউ নাহি কয়।
নতুন করে ইতিহাস বেত্তার, আর কোনো ইতিহাস লেখা নাই হয়?

অসুস্থ নগরীর সুস্থ মানব যেনো মৃত ফসিল।
যে ফসিল শিখা হয়ে কোনো আলো দেয় না,
এনে দিতে পারেনা এই অসুস্থ নগরীর মানবতা।
তারা পারে শুধু দুর্বলের কাঁধে পা দিয়ে হাঁটতে।
সবলের জ্বালা সয়ে নিয়ে তবু নম নম করে বাঁচতে।
                                                           (অরণ্য🌸)