শুরু থেকেই কালো পিপাসু,
তাই বুঝি আজ, জীবনটা বড্ড কালো।
এই কালো জীবনে আগমন ঘটেছে কার?
যে কালো রেখেই বিদায় দিয়েছে শেষ বার।
তবে কালো জীবনই ভারী পছন্দের।
কারণ, কালো কভু রঙ বদলায় না, বদলাতে জানেনা।
সব বর্ণেরই নিজ অস্তিত্বের বিলীন ঘটে।
তবে কালো? সেতো আজন্মই কালো।
এই কালোর মাঝেই হুটহাট হানা দেয়,
রংধনুর সাত রঙ।
ভিন্ন দিকে প্রলুব্ধ করে ক্ষণিক ছলনার হাসি হেসে।
একটু ভালোবেসে, আবার ছুট নেয় সে নতুনের আবেশে।
আবার ফিরে আসে সেই চিরচেনা কালো।
সে ফিরে আসে, কারণ সে গিরগিটি নয়।
রংধনু বা গিরগিটির মতো সে ক্ষণিকের নয়।
কালো? সেতো আজন্মই কালো।
কালো সে ভারি উদারমনা, তাই সকলকে ক্ষণে নিজের করে নেয়।
এই কালোই আবার আচ্ছা করে বাস্তবতা শেখায়।
সত্যকে প্রষ্ফুটিত করে, সুন্দরকে দেয় দিশা
দিন শেষে মোর সিলিং এর ফাঁকে কালোই বাস্তব নেশা।
অরণ্য🌸