জীবনানন্দের মরণ হয়েছে—
কোথায় হারালো সেই সরল হাসি?
শীতল বাতাসে, নিঃশ্বাস ভাসে,
আজ কেউ বলে না, "জীবন ভালোবাসি।"
যান্ত্রিকতায় বন্দি হয়েছে প্রাণ,
নেই আর অধিক হৃদয়ে গান,
জীবনানন্দের দিনগুলো শেষ,
মানুষের মনে বিষাদ বেজায় বেশ।
স্বপ্ন ছিল তখন ক্ষুদ্র কিছুতে,
সুখ ছিল লুকানো ছোট্ট কথাতে,
জীবনানন্দ খুঁজে পেতো অল্পতে সুখ,
আজ মানুষ ডুবে আছে মোহের নথিতে।
অদৃশ্য চাওয়ায় বেঁধেছে মন,
জীবন বীণা থেমে গেছে এখন,
জীবনানন্দের হাসির বিদায় বহুক্ষণ,
যান্ত্রিক জীবনে সুখী মিলছে না আর কোনো জন।
জীবন যুদ্ধের পাল্লা হয়েছে ভারী,
অজানা কারণেই আজ জীবন নিয়ে লড়ালড়ি।
আজ আর নেই সেই দিন, নেই ঋণ, সেই পথ,
জীবনানন্দের মরণ—সত্যি এক কঠিন সত।