এ নগরীর পথে প্রান্তরে ছুটে চলে অগণিত প্রাণহীন জীব।
মানবের তরে তারা হেসে খেলে জীবন পার করে।
জীবনের তাগিদে খুব সাবলীলভাবেই ছুটে চলে-
অজানা কোন গন্তব্যের খোঁজে।

জীবিকাই জীবন এই মূল-মন্ত্রে।
একে অপরের কাছে কতটা সুনিপুণ প্রাণচ্ছ্বল!
তারা কষ্টে হাসে,
দুঃখ ফেরি করে নিজের মনে।

একাকী রাত যখন গভীর হয়,
ঘড়ির কাঁটাও নীরব মস্তিষ্কে ঢাক পেটায়।
হৃদযন্ত্রের বিট-ও শরীরে কাঁপন ধরায়,
অজান্তেই চোখে আসে জলস্রোত।

হৃদয়ের বিভৎস ঘিনঘিনে কবরে সমাধিস্থ কেউ,
হুট করেই জেগে ওঠে।
শব্দহীন প্রকৃতির নির্মমতা বোধগম্য হয়,
নিশাচর এই অনুভূতির গভীরে।

চোখের কোণে অশ্রু এসে,
গড়িয়ে পরে সব শেষে।
রাত যায় ভোর হয়,
নির্জনতার মরন হয়।

নিরবতা কাটিয়ে আবার শুরু হয়,
কিছু প্রাণহীন জীবের সাবলীল পথ চলা।
মনান্তরেই দাফন হয় কিছু স্ব-মুক্তির বানী,
অবিরাম ছুটে চলা হয় জীবিকাই জীবন এই মূল-মন্ত্রে।