আমি চলে যাব বলে কি,
  ভুবন আলোয় হাসবেনা?
    ভোরের শিশিরে ঘাস কি ভিজবেনা?

আমি চলে যাব বলে কি তুমি,
  স্বপ্ন ঘরে ভাসবেনা?
    গাইবে না কি ভোরের পাখি গান?

আমি চলে যাবো বলে কি,
  বাঁশ বাগানে মাথার উপর_
    চাঁদ মামা আর হাসবেনা?
      ভোরের পাখি কি, তোমায় ডাকবে না?


আমি চলে যাব বলে,
  কোন কিছু থামবে না ৷


বসন্তের ফুল সেদিনও খেলবে,
  স্নিগ্ধ পবন তোমার পরান জুরাবে।
    মেঠ পথ সেদিনও চলবে বহুদূর।


আমি চলে যাব বহু দূর,
  তব তটিণী তোমার তৃষ্ণা মেটাতে ভুলবেনা ৷

আমি চলে যাব,
  তবে সেদিনও কোকিলের কলোরব তোমায় মোহিত করবে,
    তুমিও সেদিন চলবে স্বাভাবিক জীবনে অবিরাম ভাবে ৷

আমি তব নিঃস্ব পথিক চলে যাব,
  অচিন রাজ্যের আগন্তুক হয়ে।
    ভিরবনা কখনও তোমাদের এই জনপদে ৷

তোমরা থাকবে তোমাদের এই,
  চিরচেনা জনপদের চিরচেনা হয়ে ৷
    খনিক পরে আমায়ও নিক্ষেপ করবে ভুলে যাওয়ার রাজ্যে ৷
                                                                     অরণ্য🌸