স্বপ্নের রাজকুমার
  
স্বপ্নে ছিলাম রাজকুমার,
ছিল এক রাজ্যে অনেক রাজ প্রাসাদ,
ছিল ঝর্না,দুগ্ধ স্রোত প্রবাহমান পুকুর,
ছিল সুন্দর বাগান,ফুট তো হাজার রকমের
গোলাপ, রজনীগন্ধা, গাঁদা, জুঁই, চামিলি, মল্লিকা।

উড়ে বেড়াতো কতো মৌ মাছি
উড়তো কতো শত প্রজাতি, এ‌ ফুল থেকে ও ফুলে।
এসব দেখতে দেখতে দিন কেটে যেতো আমার।

কতো ছেলে মেয়েরা আসতো খেলতে গল্প করতে,
তাদের সব‌ গল্প স্বপ্ন ইচ্ছে শুনতে শুনতে বেলা ফুরাত
কতো না সুন্দর স্মৃতিময় ছিল দিন গুলি?
এখন পড়ছে মনে সবই,
আমাকে কী তোমারা গেছে ভুলি
তবুও বন্দী  বন্দী লাগতো আমায়,
মনে হতো চার দেয়ালের মাঝে বন্দী আমি,
বনে জঙ্গলে মাঠে ঘাটে ঘুড়ে বেড়াতে পারতাম না ,
পারতাম না সব সময় ছোটাছুটি করতে?

এখন আমি চাষির ছেলে,
রাজপ্রাসাদ নেই তাতে কি?
আমার আছে কুড়ে ঘর!
নরম বিছানা নাই তাতে কি?
আছে তো শক্ত চৌকি!
সুন্দর বাগান নেই তাতে কি?
আমার আছে বন জঙ্গল!
সুন্দর পুকুর নেই তাতে কি?
আমার আছে ছোট নদী!
আমার জীবন বন্দী নয় ?
আমি তো স্বাধীন সব সময়!
দুবেলা দুমুঠো ভাত খেতে পেয়ে খুশি!
আমি তো তোমার মত খেয়ে ও নই অখুশি?
লবণ ভাতে ঘি,
পুঁটি মাছের তরকারি,
বল দেখি আর কী লাগে ?
সব ভাত খাব একবারি !
চাষার ছেলে বলে রাজকুমারের মত ,
পোশাক পরার জাগে না কী সাধ?
জাগুক সাধ পোশাকের মাঝে থাকে,
অহংকার আর অভিজাত।
আমি চাই না রাজকুমার হতে?
চাষার ছেলে বলে
জাত গেল কী তাতে?

মোঃ রাকিবুল হাসান
03-04-2022