দুজন
হাঁটছি আমি মেঠো পথে
কে আসবে আমার সাথে
হাটবো দুজন একসাথে
হাতে হাত রেখে
চলবে একি সাথে
পাশে বসে রাখবো তোমায়
হবে আমার সঙ্গী সাথী?
চলবে এক সাথে
হাতে হাত রেখে
উঠবো খেয়া নৌকায়
ধরবো রুপালি মাছ
হাঁটবে এগাঁও থেকে ও গাঁয়ে
থাকবে আমার সঙ্গে সব সময়
সরিষা ফুল গুঁজিয়ে দিব তোমার কেশে
রাখবো তোমায় সব সময় পাশে
দুজন এক সাথে
শীতের পিঠা পুলি খাব
ভাপা পিঠা পায়েস রেঁধে খাওয়াবে তুমি
চুলার পাশে বসে জ্বাল দিব আমি
হাঁটব দুজন একসাথে
শিশির ভেজা দূর্বাঘাসে
হাঁটবো দুজন ধান ক্ষেতের আইল
হাঁটবে কী তুমি? সকাল হইলে
দুজন হাঁটব বিলের বাঁকে
তুলবে শাপলা শালুক
ভেট তুলে আনবে কোছা ভরে
ভেটের খই খাব দুজন বসে
হাঁটব দুজন খোলা আকাশে
কে আসবে আমার সাথে
পথ চলতে এক সাথে।
মোঃ রাকিবুল হাসান
24-01-2022