অর্থের বৃত্তে বন্দি
      
হেরে যাব কী বার বার
টাকার কাছে?
পথে পথে দেয় যে বাঁধা,
টাকার কাছে আমার হাত পা বাঁধা।
টাকা ছাড়া কী মূল্য আছে,
কী বা আছে গুরুত্ব।

এ কেমন কথা
লোকে শুনলে ও দেয় যে বকা।
বাস্তবতার কাছে হেরে যাচ্ছি আমি
বার বার মনে হয় আশামি।
মিছে দুনিয়াটা মিথ্যা মায়ায় ভরা
সময়  পরিবেশেটা ও জং ধরা।

কেন কেন বারবার টাকা অর্থ বৃত্ত সম্পত্তি
মানুষ কে অমানুষ জানোয়ার করে তোলে?
কেন অসহায়দের প্রতি এতো অত্যাচার আপত্তি,
কেন এমন বৈষম্য?

কেন এমন অহংকারী মনোভাব
কবে বদলাবে আমাদের স্বভাব।
কেন এতো অট্টহাসি হাঁসি,
কেন এমন হয়েছি সর্বনাশী ?
ভোগ বিলাসিতায় হয়েছি কূলনাশী,
কেন মজলুমের প্রতি হয়েছি বিধ্বংসী?

কবে মন মানসিকতার করব পরিবর্তন,
কবে জাগাবে মোদের বিবেক?
অর্থ বৃত্ত সম্পত্তি থেকে লাভ কী ?
একদিন যাব সব ছেড়ে চলি।
কী লাভ অহংকারে গা ভাসানোর?

দারিদ্র্য কে আমি ভালোবাসি!
যদি চাষার ছেলে না হতাম আমি,
তবে বুঝতাম না কতো ভালো আছি?
অহংকার নেই, জুলুম নির্যাতন করার মনোভাব নেই,
মিথ্যা কথা বলার প্রয়োজন নেই,
কতো ভালো আছি আমি?
অন্তত ধ্বনির দুলাল নই আমি।

অর্থের বৃত্তে কী নেই মুক্তি,
আমার মতের বিরুদ্ধে থাকলে দেখাও যুক্তি?

       মোঃ রাকিবুল হাসান
             ৩১-০৩-২০২২