পিছঢালা কুচকচে কালো রাস্তায় খালি পায়ে ছপাট ছপাট হেটে গন্তব্যে যাওয়ার সমস্যায় আর কে, তুমিই তো,অন্যের মাঝে সুন্দর রুপে ভাসো।
মনোযোগ মনোনিবেশে বিকেলের ক্রিকেট খেলায় মনোযোগ হারিয়ে ক্যাচ মিছ,ম্যাছ মিস,আউটে আর কে তুমিই তো, বল হয়ে আসো চোখের সামনে।
কনকনে শীতে আগুন পোহানো আড্ডায় হাসাহাসি গল্পে হুট করে আর কে তুমিই তো,তুমি আমি বন্ধুর আলাপে।
নীরব নিরিবিলি পরিবেশে হুট করে গুন গুন করে গানের আয়োজনে আর কে তুমিই তো, ইশারা দিলে।
অযু করে পরিপাটি হয়ে সন্ধ্যায় পড়ার টেবিল থেকে বের করে মোবাইলে পটর পটর আলাপে আর কে তুমিই তো, ভালবাসি তোমারে।
স্থান: মৃগী নদীর পাড়,কান্দাশেরী(শেরপুর)
সময়: ০৫:০০ pm
তারিখ: ০২.০১.২০২৪
কলমে: রাকিবুল ইসলাম
প্রচারে: Kupi Bati Poem