তোমার মত মধুমাখা চিঠি তারপর কেউ লেখেনি
তোমার হাতের লেখা প্রতিটি অক্ষর মায়ার ভুবনে পৌঁছে দিত।
তোমার চিঠির অপেক্ষায় মন ব্যাকুলাতার পাহাড় তৈরি হত।
তোমার চিঠির ভাষা আমাকে প্রেরনার জাল বুনাতো।
সেই লেখা আর সেই ভাষা জনম জনমের অপেক্ষা
এ কেমন দৃষ্টি যা আজও চোখের সামনে ভাসে
তোমার কোমল হাতের ছোয়া আমাকে ছুই ছুই অনুভব করে।
আমাকে সাথে নিয়ে একসাথে হাটার সাহসিকতা বুঝাই কতটা ভালবেসে ছিলে।
বোকার রাজ্যে ভেসে তুমি হীনতায় শূন্যতা এ ভুবনে।
প্রতিটা মুহুর্ত তোমার শূন্যতা আমাকে ভিজিয়ে শুকায়।
তোমার কথা মনে হলে আমি আবেগে পেতে চাই সেই তোমাকে।
কেন চলে গেলে এই পাগলটাকে পাগল করে ছেড়ে।
স্থান: মৃগী নদীর পাড়,কান্দাশেরী(শেরপুর)
সময়: ০৫:০০ pm
তারিখ: ০২.১০.২০১৯
কলমে: রাকিবুল ইসলাম
প্রচারে: Kupi Bati Poem