ফুটন্ত পানির মত টগবগে চাহনি
তাক করানো বন্দুকের মত নিশানা
ময়দানে হয় যদি সংঘর্ষ, আহত দুই পক্ষ।
এ কাল সে কাল,ফেল মেরেছে অতীতকাল
চুম্বকের মত আকর্ষনে এ যুগের মিনিকাপল
নহে বিদ্যা, নহে পারিবারিক শিক্ষা
পড়ে আছে পশ্চিমা বিশ্বের আচরন
কে কাকা,কে মামু,কে খালু,কে ফুফা
নাই কোন হুস জ্ঞান, প্রেমের জ্বালা মেটাতে
দেখা করার নানান বাহানা,প্রতিটি উৎসবে
ভুলের ভেলায় ভেসে,পাড়ি দেয় ভূমধ্যসাগর
এ জীবনে নাই সুখ,খুঁজে বেড়ায় সাংসারিক সুখ
ভেসে যায় দুঃখের সমুদ্রে এ হল কলি কালের যুগ