দেখিনি যুদ্ধ শুনেছি গল্প
বাতাসে উড়ছে মৃত লাশের গন্ধ
ইহা নহে গল্প,নহে সামান্য প্রাপ্য
দিয়েছে প্রান,হারিয়েছে ইজ্জত
ফিরিয়েদিছেন আমাদের কথা বলার প্রান
কতনা কষ্ট, কতনা আর্তনাদ
তবুও দিয়েছেন মা, ছেলেকে দেশের জন্য বির্সজন
দেখেছি জয়যাত্রা,আগুনের পরশমনি
দাঁড়িয়ে যায়, শরীরের প্রত্যেকটা লোম
ভুলিবনা কোন দিন ও তাদের
ফিরিয়েছেন আমাদের কথা বলার প্রান
মাটির বুকে বৃত্ত,ইহা আমার ভাইয়ের কাচা রক্ত
এ দেশ আমার,এ দেশ আমাদের
এ অধিকার আদায় করিয়ে দিয়েছেন
বাংলার সোনার দামাল।
ডুম ডাম বোমা গুলির শব্দ
পেটে নাই ভাত,শরীরে নাই শক্তি
তবুও খুজে বেড়াই,নিরাপদ আশ্রয়
দেখতে পেলে পাখির মত গুলি খাওয়ার ভয়
স্যালুট জানাই তাদের,ফিরিয়ে দিয়েছেন
আমাদের কথা বলার প্রান।