জিহাদ
রায়হান
এক জীবন এক পরিবার
কেমনে রাখব খবর তোমার।
এক জীবন আমার এক দেশ
কেমনে ফিরিয়ে দেব তোমার স্বদেশ।
ঘুমিয়ে যাব খেয়ে খাবার
তোমার খাবারের দায়িত্ব তো সবার।
কি করব, আছে কি? কিছু করার চেয়ে থাকি শুধু আকাশে
কি? করব এ জীর্ণ জীবন আছে মিকি দেশে।
হে ফিলিস্তিনের মা আমি ক্ষমা প্রাপ্য, ধরি নিজের কান
মালিকের পর তুমি ক্ষমার মালিক করেছ যে সন্তান কুরবান।
আর কত সময়, আর কত জীবন কাটাবে হে মুসলমান
কাঁপে না তোমার বুক, ফিলিস্তিনের মা কাকে করেছে কুরবান।
তোমার প্রিয় সন্তান, প্রিয় তোমার জীবন
ফিলিস্তিনের মায়ের এ ত্যাগ চলছে আজীবন।
এক জীবনে এক হাতে তোমার কি কাজ
কেমনে কি করলে আর ফাটবে না কোনো বাজ।
ভেবেই দেখ কি করেছিলাম সেই মহান যুদ্ধে
৩১৩ জন মরিতাম যে ক্ষুব্ধে।
বুঝিনা যে সত্য আছে, বুঝি আতি বড় অসত্য
হায় হায় হায় একি অসত্য একি মত্য।
এক টাকা দিও না ভাই ওরা যে মত্য
ওদের চাপে ভুলবে কি এত বড় সত্য।
ওদের চিন্তা ফিলিস্তিনের মা,এ বড় ভুল
থাকবে না থাকবে না তোমারও একুল ওকুল।
ভেবেছ কি? তোমার ভবিষ্যৎ জীবনের কথা
এখন দায়িত্ব গ্রহণ কর ভাই ফিলিস্তিনের সব ব্যথা।