রাজনৈতিক বন্যা
রায়হান
এই দেশে লেগেছিল রীতিনীতির মেলা,
আজ তার নাম দিয়েছে রাজনীতির খেলা,
শেরেবাংলা ভাসানী খেলেনি তো এই খেলা,
তোমরা কেন বানিয়েছো রীতি ভাঙ্গার মেলা।
স্বপ্নদ্রষ্টা দেখেছিলেন স্বপ্নে দেশ হবে স্বাধীন,
তাঁকে ছাড়া আশ্রয় নিলে হলে বন্ধুর অধীন।
এনেছে বন্ধু স্বাধীনতা করবে রাজত্ব,
স্বপ্নদ্রষ্টা আগেই ভেবেছে তুমি করবে দাসত্ব।
আজ আমরা স্বপ্নদ্রষ্টাকে চিনেছি,
যেই তাঁর ভাষণে মুরিদ নিয়েছি,
বন্ধুর দাসত্ব ভাঙ্গার পণ করেছি।
বন্ধু বানিয়েছে তাজা রক্তের ঝরণা,
আমরা পণ করেছি বানাবো রক্তের বন্যা।
আমরা হলাম ঝরণায় আসক্ত,
ভাঙ্গবো বন্ধুর দাসত্ব।
বন্ধুর বন্ধু করেছে শোষণ হয়েছে দেশদ্রোহী,
তার কর্মে হয়েছি রক্তদানের আগ্রহী।
এখন পরাজয় বন্ধু করেছেন নতুন ষড়যন্ত্র,
মারবে আমাদের পড়েছে মহা মন্ত্র।
পানি যুদ্ধ করেছে ডুবাবে আমাদের,
আমরা মহা ডুবুরি তা অজানা ওদের।
করেছি পাতিলে বাস নিয়েছি গাছে নিশ্বাস ,
হয়েছি সিক্ত করেছি খোদায় বিশ্বাস,
আমার ভাই উঠতে দেয়নি নাভিশ্বাস।
তোমাদের নোংরা রাজনীতি বন্যা এনেছে,
দেশপ্রেমিক মরতে মরতে স্বাধীনতার স্বাদ পেয়েছে।