প্রেম রাজ্যের রাণী
রায়হান
তুমি কে? যে আমার মনকে করে আবদ্ধ
তুমি কে? যার জন্য বিলে ফুটে পদ্ম।
তুমি কি সেই অচিন মায়াবতী?
তুমি কি সেই যে পদ্ম ফুলের মতো সতী?
তুমি কি সেই রূপবতী নারী?
যার রূপে পরীরা করে আড়ি
অনুমতি পেলে এই নারী যাবে কি আমার বাড়ি?
আমার ইচ্ছে হয় চলো ঘুরি একসাথে
চলো থাকি ঐ খোলা আকাশের সাথে।
আকাশে সাদা মেঘের খেলা
বিলে সাদা কাশফুলের মেলা
চলো হাতটি ধরে ঘুরি একলা
আমাদের জন্য পূর্ণতা পাবে এ মেলা।