বই পড়া
রায়হান
তুমি কে আমি কে 'মানুষ,'
যার রয়েছে মান আর হুস।
এটা পেয়েছি অন্যের কাছে,
যদিও বইয়ে লিখা আছে।
জগৎ বড় সুশৃঙ্খল বিষয়,
বিশৃঙ্খল করেই পাই জয়।
যত শৃঙ্খলা বইয়ে আছে,
সমাজ বিশৃঙ্খলে ভরে গেছে।
বই পড়ে আত্মমর্যাদা বাড়াই,
সমাজের জাতাঁকলে সব ভুলে যাই।
এই ছোট জয় পরাজয় যখন বড় হয়ে দ্বারায়,
বই পড়ে শিক্ষার অনুভূতি মরে যায়।
এই অনুভূতি ছাড়া হবেনা কিছু,
আরও বই পড়তে হবে ছাড়ব বিশৃঙ্খলার পিছু।
সমাজ নিব তরুণেরা সাজাবো সুন্দর,
বই পড়ে গড়ব মোরা জ্ঞানের বন্দর।
আমরা জেন-জেট থাকব না সীমাবদ্ধ,
ভাঙ্গবো সব বাঁধ করব যুদ্ধ।
পড়ব বই শিখবো নতুন কিছু,
ছাড়তে চাই আমরা দাসত্বের পিছু।
বই ছাড়া সত্য শিখার নাই কোনো ক্ষেত্র,
বই পড়ে হব মোরা জগতের নক্ষত্র।