অপরূপা
রায়হান
চোখ দুটো হরিণের চোখের মতো টানা টানা,
আসলেই তুমি এক পরী শুধু নেই দুটো ডানা।
তোমার চোখ দুটো যখন দেখতে পাই,
পৃথিবীতে এটি ছাড়া সুন্দর আর কিছু নাই।
আজব সৃষ্টি দু'চোখের কালো দুটি ভ্রমর,
যে এটির মালিক হবে সে তো চির অমর।
চোখের পাপড়িগুলো কালো রাশি রাশি,
আসীম পথ পাড়ি দিয়ে এটিই দেখতে আসি।
অপরূপা তুমি, তুমিই অপরূপ সুন্দরী,
পাঁজর দিয়ে তৈরি তুমিই সেই নারী।
প্রতিচ্ছবি দেখতে পাই চোখের দু'পাতায়
আকুতি করি মিনতি করি দেবে কি? একটু ঠাই।
মোর কি আছে কি নাই সকল কিছু ভুলে যাই,
চোখের কালো মণি দুটো যখন দেখতে পাই।
তুমি কি এই পৃথিবীর না অন্য গ্রহের রাণী,
কি অদ্ভুত সুন্দর চোখের কালো দুটো মণি।
চাঁদের আছে জোছনা,তাজমহলের অপরূপ দৃশ্য,
সবাই হার মানে হতে চায় তোমার শিশ্য।