আমার চোখে জল
রায়হান
বুকে কষ্ট মনে বল,
কে দেখে? আমার চোখে জল।
আমার ভালো সবাই খুঁজে,
কে আর আমাকে বুঝে?
বুঝাতে পারিনি, দিতেই পারিনি আঁচ,
ভালো খোঁজার হাতিয়ার যে আতশ কাঁচ।
কাঁচ ভেদ করা নয়তো এত কঠিন,
কাছে যেতেই হয়ে যাই খারাপ জিন।
সমাজ বড় আপন সে নয়তো আমার,
মিথ্যাতেই মন জয় হয় যে সবার।
কি করব ভেবে যে পাই না,
সমাজ আমার আমি যে সমাজ না।
করব কাজ দেখবে সে সমাজ,
ধরবে সে ভুল থামবো না যে আজ।
পরিবার আমার আমিই পরিবার,
আমিই কর্ম আমি যে সবার।
মানুষ আমি ভুলের উর্ধ্বে তো নয়,
করব সেই কাজ যেন সবার ভালো হয়।