ভোরের পাখি
============
মোঃ রহমত আলী
============
খোকা খুকি শোনো
চাঁদ মামার মালিক
কে জানো
আল্লাহ আল্লাহ বলো।
খোকা খুকি পড়ো
কান্না নাহি করো
এক আল্লাহ সাথে
তোমার সদা মনে রাখো।
খোকা খুকি ওঠো
সকাল সকাল
আকাশ জমিন দেখো
পাখির ডাক শোনো
আল্লাহর দয়া মাঙ্গো।
১৮.০৪.২০২৩