উত্তাপ
============
মোঃ রহমত আলী
============
গরম গরম সব গরম,
বাজার গরম শহর গরম,
শরম খতম খবর গরম।
গ্রামে গরম মাটির পথ,
মাথা গরম চাচা নরম,
পেট গরম মেডিকেল ভরা।
ধনীর গরম চরম দৌলত,
গরীব গরম ক্ষুধায় কর্মঠ।
রাজার গরম রাজসিংহাসন,
সিপাহী গরম অস্ত্র বহন,
কুলি গরম মজুরি কমন।
ব্যবসায়ী গরম চালান খতম,
ক্রেতা গরম সাধ্য কম।
গরম গরম সব গরম,
কথার গরম আবহাওয়া গরম।
সূর্যের গরমে দুনিয়া গরম,
জ্ঞানীর গরম বোকা চরম,
ইঞ্জিন গরম রেলের বগী গরম।
বাতাস গরম ঘরের চালা গরম,
চোখ গরম চামচা কেমন,
চাই শীতে চাদর কম্বল গরম।
চা গরম রোগীর লাগে পানি গরম,
পাগল গরম ক্ষ্যাপা যখন,
দ্বীনের কথায় বেদ্বীন গরম,
গরম গরম সব গরম ॥
১৬.০৪.২০২৩