উজাড়
============
মোঃ রহমত আলী
============
চলতে থাকি ক্লান্ত হলে দৌড়াতে চাই,
মায়া হারিয়ে মমতার খোঁজ চালাই।
স্বার্থের আড়ালে নিঃস্বার্থের ভান ধরে,
ভ্রান্ত মনের শান্ত আবহাওয়ার সন্ধানে,
ব্যর্থ বাধ্য বন্ধনে আবদ্ধ হয়ে হই উজাড়।
মায়া লুটে ফকিরের ছেঁড়া ঝোলা হতে,
পাথর কুড়িয়ে মহলের ভিতরে যে পাহাড়,
যদি বন্টন হতো তা সবার তরে সমান।
চুপ কেন সাধুর ভুখা মুখরিত পঞ্চমুখ,
ধূসর হাসিতে লুকায়িত আধ্যাত্মিক সুখ।
কাঙ্খিত দুঃখ খুঁজি প্রাপ্য আমার যা,তাই
পেয়ে যাই যেনোতেনো মৃত সুখের মায়ায়।

দৌড়ে যাই ক্লান্ত হয়ে তাই চলতে থাকি,
চলাচলের মাঝে যেথায় দেখেছি যা কিছু,
শিক্ষার অভাবে হেথায় শিখেছি সব দেখি,
তবু বদলায় না স্বভাব ভাঙ্গা স্বপ্ন দেখার।
যাযাবর এ জনম আর হবে না জোয়ান,
অভিমান গুলো সব শেষ পুঁজি আমরণ।
অন্ধের কান্দনে বোবা দেয় মজুত সান্তনা,
বধিরের শুনা কথায় পঙ্গু আজ মানবতা।
বোঝা গুলো ভার শূন্য তুলা বড় দায়,
পঁচেযাওয়া সহানুভূতি আজও তুলনাহীন।
অমূল্য সময়ের চঞ্চল গতি জীবনে সবার,
ধরতে পারলেই বিন্দু সেই উত্তম মানবিক।

০৩.০৭.২০২৩