সম্মানী -
=======
মোঃ রহমত আলী
==============
দাঁড়া দাঁড়া একটু দাদা,
ছিড়লো এই জুতার তলা।
গোলাপ নিনু ঝুড়ি ভরা,
তলা যে তার খোলা।
সত্য বলে বিপদ এলে,
মিথ্যা দূর হাসছে জোরে,
নামের উপর ঠিকানা মিলে।
অকারণে হাসতে হলে,
পাগল বনে কাঁদতে হবে।
ছেঁড়া জুতায় মান গেলে,
নামির কি আর নাম রলে।

দাঁড়া দাঁড়া একটু বাবা,
ছিড়লো এই নতুন জামা।
সভা মেলায় সম্মানী জমা,
চিনবে কে আর দাওয়াতনামা।
ভর দুপুরে চল যাই ফিরে,
না না বাপু এই একটু দাঁড়া,
ঐ চিনেছে এক যে দাদা।
চল যাই জলসায় চলে,
যে চেনার চিনবে সত্যি
জামা ছেঁড়া তাতে কি ?

দাঁড়া দাঁড়া একটু দাদা,
দাওয়াত কার্ড গেল খোয়া।
গুনছে যে দেখ মাথা সবার,
এবার জিল্লতি পাওনা আমার।
দেখছি না তো চেনা জনা,
চুপ করে চল যাইরে চলে।
এমনিতে তো জামা ছেঁড়া,
জুতার আবার তলা সেলাই,
নজর সভার আমার দিকেই।
এ কথাই গুরু বলেছিলেন আগেই,
পোশাক রূপে আদর সবার তরে,
তাইতো চিনতে মানুষ ভুল করে ॥

২২.০২.২০২৩