"সচেতনে'অচেতন"
============
মোঃ রহমত আলী
============
প্রহরে প্রহরে যারা,
রহিতে চাহে সম্মানে,
প্রহরী কে সুধায় গাহো
শুধু জয় গান হামারে,
কাঁপিছে কেন-হে  কভূ'কভূ
এ মায়াময় ধমণী !
চিন্তা করো হে –
একটু বেপর্দা রমণী।
দুয়ারে পালকি প্রতিকাল-ই
যায়ছে লয়ে চিরবিদায়-ঈ !
এখনো কেনো বন্ধু
চেতনে সবে অচেতন।
কাল তো আসিবে না আর,
ভুল যে করছো
নতুন করে আবার,
হাসিবে আমোরি কর্ম
আমা পানে আমারে,
লুকিয়ে রাখিবে –
যেথে (কবর) সবে আমোরে।

নকল কে আসল বলিয়া
করছো ব্যবসা সমানে,
কে ঠগীলে বলো-তো বাহে ,
দিয়াছিলে যবে ওজন কমায়ে।
করছো দেখি আবার
ইবাদাত মালিক'পাকের,
দোহাই শুনিলে'নে
বোঝো একটুও ঈমানের।
মোমিন এর দোকানে
মূর্তি কেনো সাজায়ে
রেখেছো নতুন পোশাকে।
ঈমান এর সওদাগরি
করোনা হে শাহী,
এইতো সে কালে ও
হয়ে ছিলে কারবার,
তবে ছিলে নে  তখন
কোনো মূর্তির দরকার।

দরবারে দরবারে শুধুই
দাদাগিরি মানবতা-কে
দাবায় করছি মোরা
বে'মানবতার দরবারী।
তবে কি ভাই এই
ছিলে দরকারি,
নয়তো কি আমাল
গুলি তোমার-আমার
যায় যেথায় যাক।
আজ কেনো বেহুঁশ মোরা,
কাল যবে অন্ধোঁকারে
কাঁদিলে কী মিলাইবে মুক্তি!
তাই বলি, শাণ (বিলাসীতা) কী,
আর আণ(অহংকার) কী,
মিছে সম্মানের-ই
বা দরকার কি ?

===১৪.০৭.২০১৮===