শূন্যস্থান
============
মোঃ রহমত আলী
============
আমি কালো মেঘের কাছ থেকে
কালি এনেছি কর্জ।
লিখে-লিখে যা আছে মনে
করবো পূরণ ফরজ।
কে কি বললো আর বলবে,
ধার-ধারি না ও-সব,
চলছে কলম চলবে অবিরাম।
ওরে-বাবা এত হিংসা,
কিছু কবি-কবির দিলে,
জানা ছিল না আগে আমার।
ভুল ধরিয়ে দেওয়া তো খুবই ভালো,
ধন্যবাদ জানাই বারবার,
অপমান যে করে তার শূন্যস্থান,
সে আবার কেমন ইনসান।
আসল আসমানের নিচে থাকি,
নকল আকাশ ছোঁয়ার তো
নেই কোনো দরকার।
সবাই তো ভালোই লেখে,
নিজ-নিজ জায়গায়,
ভুল ত্রুটি তো হতেই পারে,
সবার বুঝ কি এক-সমান।
ন্যায় বচন লিখলে -ও
জেনে না-জেনে অন্যায় হয়ে যায়,
প্রভু যদি ক্ষমা করে-দেন,
তবে কার কি আসে-যায় ।

২৭.০৯.২০২৩