আঁচড় -
============
মোঃ রহমত আলী
============
এই তো চাঁদ কিন্তু একটাই,
তাই পাগলের অভাব নাই।
পার্থক্য বুঝি সব তুলনায়,
শূন্য হাতের মূল্য যে ছাই।
পাওয়া না পাওয়ার হতাশায়,
বেদনা গুনতে ভুলে যাই।
ফুলের আঁচড়ে শক্ত হিয়া ভাঙে,
কাঁটার মাঝে ফুল ফুটে থাকে।
চাঁদের পানে সবাই চেয়ে আছে,
ক্ষনিকের মেঘে ধৈর্য হারিয়ে।
সোজা পথের ভাগ্য জটিল,
উল্টো চললে মঞ্জিল কঠিন।

এই তো সূর্য কিন্তু একটাই,
তবে নক্ষত্র সব দূরে দূরে তার।
সিক্ত আঁখি শুকায় সময়ের উত্তরে,
তারকা গুনতে কত চোখ রাখে।
বালাই গুলো অন্তরে পোষা,
কানার পিছু পথ চলতে থাকা।
সুন্দরের পূজারী যে সবাই,
অসুন্দর ও চায় ভালোবাসা।
জেনেশুনে সব মিলে চলছে,
ফুটন্ত ফুলে পাখির গুনগুন।
রাতের ইন্তেজার সকালের,
সকাল খোঁজে সাথী রাতের ।

২১.০৬.২০২৩