সারাংশ !
============
মোঃ রহমত আলী
============
রক্ত ঝরানো এক
ভাব-সম্প্রসারণের
কঠিন বাক্য হয়ে গেল
হারানো ব্যাকরণের,
তবে সারাংশ থেকেই
সুধানো যেতে পারি
সারমর্ম তার বর্ণনা।
রচনা যেথায় বর্ণমালার
মাঝে-মাঝে,বিচরণ যবে
জামানত বিহীন হরোফের,
আচরণে-ই যার সারাংশ নষ্ট,
তার বলো কেমন হবে বিচিত্রা।
ব্যঞ্জনবর্ণের অভাবে
হলে নে জ্ঞান অর্জন
তৎসম তাই বলি !
সন্ধি করি যদি সবার সনি,
সাধু ভাষা বুঝেনা সে,
জীবন ইতিহাসে -র
অঙ্কের ! অঙ্কন, তাই ব্যবহার
হলে-নে লিকারের (৯) অর্থন।
এখন তো চন্দ্রবিন্দু (৺) -
শুধুই কি না উদাহরণ স্বরূপ,
তাই মানিতে হবে কি ! সেই
কালের না লেখার -লেখা
কোন রেখা, শব্দের বিপরীত
সংঞ্জন খুঁজিলে তবে
মনোরঞ্জন বলো আর
কেমনে হইবে, তাই সাক্ষীর !
ইতিহাস আজও বুঝি
ঘুমায়ে রয়েছে, সজাগ
শুধুই এ নিশি-তো প্রহরে
বইয়ের পাতায়-পাতায় বন্দি
ঐ সে ব্যাকরণের সারাংশ !
===১৪-১০-২০০৮===