সাধন -
============
মোঃ রহমত আলী
============
হাতে সবার রেখা আছে,
সবার ভাগ্যে লেখা আছে।
দুঃখ কষ্ট সবার সাথে আছে,
সুখ সবার দেখা আছে।
সবার মুখেই কথা আছে,
বোবার ভাষা জানা আছে।
সাধুর ধ্যানে ক্ষুধা আছে,
চোরের ধর্মে চুরি আছে।
সবার সাধন সুখ আছে,
সুখেও দুঃখের হিস্যা আছে।
সবার চোখে সওয়াল আছে,
জবাবে অবাক কিসসা আছে।
সবার স্বার্থে কিছু কিন্তু আছে,
মায়ের নিঃস্বার্থ মন আছে।
হিসাব-দিবস অপেক্ষায় আছে,
জালিমের দিন শেষ আছে,
প্রদীপের নিচে আঁধার আছে,
আলোর সন্ধানে কেউ আছে।
সবার পায়ে শিকল আছে,
জেগে স্বপ্ন দেখার সাধ্য আছে।
অসম্ভবে সার্থকতা আছে,
দুর্বলের ও এক শক্তি আছে।
সবার কাঁধে বোঝা আছে,
অকার্যে ও কার্যকর আছে,
সত্যের জয় নিশ্চয় আছে ।
১৫.০৭.২০২৩