রূপ অপরূপ
============
মোঃ রহমত আলী
============
প্রয়োজনের জন্য কত আয়োজন,
মিটে গেলে দরকার,ভুলে উপকার।
হাহাকার মেজাজের খামোশি প্রচার,
আমার যা কারণ,তোমার তা অকারণ !
ললাটের আচরণ,বহু তার বিবরণ,
স্বপ্ন ঘুম ভাঙ্গার বিষাদ একপ্রকার,
বুকে-বুক জড়িয়ে বর্ণনা জরুরত,
মিটে গেলে চাহিদা নিমিষেই ফারাক।
হঠাৎ আঁচড়,বদলে আচরণের ধরণ,
অস্বীকার যত মদদ অতীতের চরণ,
অঙ্গীকার ভুলে আজ ব্যবহার কেমন,
অপরূপের আদলে এখন নব রূপ,যেন
বিপদের দিনে হাজির শত নতুন আপদ।
আয়োজনের জন্য যা ছিল প্রয়োজনীয়,
জরুরত শেষে তা অপ্রয়োজনীয়,তবে
ছিঁড়ে তাল তালাশ,আবার সুর উপহার !
দায়বদ্ধ কোথায় আর কতদূর কর্তব্য,
ভুলে যায় সেই উপকারের পরে দায়িত্ব,
কত আদর মন ভোলানো সর্বনাশা ছলে,
প্রয়োজন মিটে গেলে,মুখে নাম না মিলে।
অন্ধকার দিনে মদদ,আলোতে চেনেনা,
নিঃস্বার্থ মদতগার চিন্তা করেনা পরিনাম,
উপকার পেয়ে দূরত্ব রাখে,গুরুত্ব ভুলে,
স্বার্থপর হয়ে চলে,বিপদে হাত বাড়ালে,
আবার কি আর সেই হাত মেলে ?
০৯.১২.২০২৩