রসুন -
=============
মোঃ রহমত আলী
=============
রেশন দেওয়া-নেওয়া রসিকতা,
রশি ধরে দৌড় চলে,ঠেলাগাড়ির
পিছ-পিছ,উচ্চ মনিব নিচ-নিচ।
গোড়া সব একই গীড়ায় মিলায়,
গরিব মারার ফন্দি পাত-পাতায়,
হিসাব লিখে লুটের খাতায়-সাজায়।
চোর-ডাকাতের রোজ কোলাকুলি,
যে ধরার,সে হাসছে দূর মজাক-করে।
কার দাবড়ে কে যে তবে আহা !
কি? মাইর খেলো শেষে ভুখা পেটে।
গীঠায় গীড়ায় শক্ত কঠিন মিল তার,
কাঁঠাল-আঠার বেশি রসুন বিপদ কার ?

পচালো রসুনে সবজি বাজার,
সাধ্য কার কিনে নতুন খাবার,
প্রতিবাদ করলেই আছে খবর,
সব দাদার জেব ভরা নেক আমল।
ঠুয়ার মাল কেজিতে বেচেন,
রাজার চালচলনে ফুটপাতে কামান।
হিসাব-নিকাশ একটু সবাই-মিলান,
ঠকায়ে-ঠগী তবে কে ? না সমান-সমান।
রসুনের কোয়া সব এক মতামত,
লুটপাট সমান্তরাল শেষ বরাবর।
শকুন-রসুন মিল তালে-তাল,
শস্য-লুটে ভাগে,ভাগে,ভাগ করে খান ॥

রসায়ন যত বড়াই শুধায় রসুন-রসুনের,
কশুর তামাম সব বোবা জবানের।
হালাল মাংস খায় কম শকুনের দল,
হারাম ভক্ষণ কেড়ে-কেড়ে সারাক্ষণ।
গরুর হাট হতে নদীর ঘাট,
রেল স্টেশন -টু- বাস স্ট্যান্ড,
হাসপাতাল থেকে গোরস্থান,
পাসপোর্ট ভিসা লাইসেন্স চান,
ভাতা কার্ড হয় বা নিবন্ধন করান,
সব দুয়ারেই আছে তারা দাঁড়ান!
এই দালাল রসুন সেরা ভাইজান।
কেউ কালা-চাঁন,তাই চাঁদা চান,
কেউ সাদা-চাঁন,তো ঘুষ খান,
কে পায়-পাড়,চাহে তো মাজার যান।

রসুনের যত গুণ,তারই মাঝে ছুপা জুলুম,
রসালো কথনে,চমকানো ধমকে,
ভুক্তভোগী যে শুধু সেই জানে কদর।
কদর্থ আলাপে ঠেকা পিঠ দেওয়ালে,
লে বাপ যা নিবি,আরো নিবি সব নে,
তোর দালালি পুরো নে,এই ফাঁদ খুলে দে,
তবু মোরে মাফ দে,কাজ শেষ করে দে।
চিন্তায় ব্যাকুল অতি সাধারণ জ্ঞান,
কবে হবে খতম,আর এদের আয়তন।
এরা রসুনের মতো সব এক,
আগাগোড়া চকচক,যার ধরার,সেই ধরা !

০১.০৪.২০২৩