প্রতিকার
============
মোঃ রহমত আলী
============
দুর্বিষহ সময় এখন রোজ হাহাকার,
কেউ শুনেনা আজ কারো কান্না আর।
সবাই আজি মাতাল দুঃখে খুব পেরেশান,
ভালোই গেল গতকাল আজ যে বেহাল।
শিকার তামাম এক তীরে কর্তা বাবুসাব,
লাটিম ঘুরবে এবার,জলের উপর জাল।
আকাশ পাতাল সমান ভাবছে দরদিয়া,
ব্যবধান বিবেচনায় করবে কে প্রতিকার !
আগুন নেভাতে যে,আরো আগুন লাগায়,
তারই তাপে জ্বলছে সবই আনায়কানায়।
উজান পানে চেয়ে থাকে,ভাটি ঘাটের মন,
দৈনিক সময় বদল,তবু কাঁদে কোন জন।
দুষকর এইসময়ে এগিয়ে চলা সকলের,
দুঃসহ নেই কার মুসকিল জীবন-যাপনে।
কঠোর কেন এত দরদী তোমাদের অন্তর,
ছেড়ে দিলে অভাবীকে-অভাবের হালাতে।
দুর্ভোগের চরম আর্তনাদ করছে ফরিয়াদ,
কার-কার অশ্রু মুছাবে কে আর আজ !
দুর্গম অভিমুখে অসহায়ত্বের অভিযাত্রী,
স্বার্থপর সবাই নিজের স্বার্থের প্রয়োজনে।
সমুদয় আকাঙ্ক্ষা মৃত প্রায় আয়োজনের,
জোড়হাতে ঘুরছে সেই আদিকাল থেকে,
দুর্বল যত দরিদ্র অসহায় প্রজাপতির দল।
সভ্যরূপে এরা কত অসভ্যতা বহনে দক্ষ,
নির্লজ্জ অনুতপ্তীতে গ্রহণ করে সাধুবাদ ।
০৬.০৬.২০২৩