পরান কেন কাঁদে
============
মোঃ রহমত আলী
============
কেন কাঁদে পরান,
হবে নাকি এ বেদনা
কভু আর অবসান।
একটু ও করিলো না,
সে আমার ভালোবাসায়,
কভু কোন এহসান।
ভালোবাসা টি শেষে
আমার হল অপমান।

কাঁদে কেনহে পরান,
ভালোবেসে যে হয়েছে,
বুঝি শত বদনাম।
কার জন্য তোর পরান,
এত করুণ কান্নায় কাঁদে !
কেউ কি তোকে ভালবাসে !
না কেহু তোর নাহি,
তবে পরান কেন কাঁদে আমার।

কেন পরান কাঁদে,
কার ব্যথা কে আর বুঝে।
আমি একা খুব দুঃখে
ছলনা ভালোবাসা-তেই,
তার আছি খুব সুখে।
এমন দুঃখে দরিয়া ও নাহি,
দিল আমার শান্ত তাই,
আজও পরান আমার
শুধু একা কাঁদে তাই ।

২৬.০৭.২০০৫