পাগল মন
============
মোঃ রহমত আলী
============
চলে এসো সব পাগল-পাগলী,
এই শহরের প্রিয় বন্ধু আমার।
তোমাদের অপেক্ষায় আজও আছে
এই অবুঝ পাগল মন আমার।
ভালোবাসার কাঙাল পাগলা বেসামাল !
পাগলা-গারদের শিকল ভেঙে,
চলো যাই নগরে সবাই আবার,
হোক না যতই সৌন্দর্য আমাদের খেলাফ।
প্রিয়তমার খোঁপায় গেঁথে দেবো আবার,
আমার পুরাতন প্রেমের তাজা গোলাপ।
পাথরের নীরব অবিরত কান্নার শব্দে গল্প,
পাগলপারা বস্তির অস্থির কোলাহলের
মস্তি বিলাপ দেখে স্তব্ধ আজই মস্তিষ্ক।
চলে এসো এই শহরের প্রান্ত থেকে,
আছো যত পাগলা-পাগলী নগরীর দর্পণ।
তোমাদের সাথে মুখোমুখি হবে আলাপন,
ভেঙে ছিলে যাহারা আমাদের অন্তর,
করবো তাহাদের বাহারি গুলাল অর্পণ।
চলো বন্ধুগণ সুস্থ জীবনে ফিরে আমরণ,
পরিধানে পরিচ্ছন্ন পোশাক,কেটে জটা,
দেখিয়ে দেই মগজ খুলে,সমাজের সবাই
পাগল,নিজস্ব সুযোগ সুবিধায় সব পাগল,
ন্যায়-অন্যায় যা যার,পাগলা সবার মন।
পাগলের পিছু ছুটছে যে,সে ও পাগল,
পাগল-পাগল ভাব পাগলের নাই অভাব ।

২০.০৯.২০২৩